AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লুট হওয়া অস্ত্র উদ্ধারকারীকে পুরস্কারের ঘোষণা দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:৩০ পিএম, ২৫ আগস্ট, ২০২৫

লুট হওয়া অস্ত্র উদ্ধারকারীকে পুরস্কারের ঘোষণা  দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারকারীদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা সোমবার (২৫ আগস্ট) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ব্রিফিংয়ে জানান, বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধারের জন্য নির্দিষ্ট পুরস্কার রাখা হয়েছে:

  • একটি পিস্তল উদ্ধার করলে: ৫০ হাজার টাকা

  • চায়না রাইফেল: ১ লাখ টাকা

  • এসএমজি: ১ লাখ ৫০ হাজার টাকা

  • এলএমজি: ৫ লাখ টাকা

  • প্রতিটি গুলির জন্য: ৫০০ টাকা

তিনি আরও জানান, অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে পরিচয় গোপন রাখা হবে।

উল্লেখযোগ্যভাবে, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না। নিয়োগ বাণিজ্য বা ঘুষ বাণিজ্য রোধে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে।

সচিবালয় বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন বা আত্মীয়স্বজন যদি নিয়োগ বাণিজ্য, ঘুষ বা দুর্নীতির সঙ্গে যুক্ত হন, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদেরও এসব বিষয়ে তথ্য জানাতে আহ্বান করা হয়েছে।

এছাড়া, রাস্তা বন্ধ করে গাজীপুর পুলিশ কমিশনারের যাওয়া-আসার ঘটনার বিষয়ে সভায় আলোচনা হয়েছে। প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে, পরে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/আ.ট/এ.জে

Link copied!