AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৪ আগস্ট, ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পররাষ্ট্র উপদেষ্টা –পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ এএম, ২৪ আগস্ট, ২০২৫

পররাষ্ট্র উপদেষ্টা –পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক  চলছে

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকাল ৯টা ৪৫ মিনিটে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক শুরু হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা।

বৈঠক শেষে দুই দেশের মধ্যে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। এর মধ্যে রয়েছে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি, বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, সাংস্কৃতিক বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলোর মধ্যে সমঝোতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ও পাকিস্তানের ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (আইপিআরআই) মধ্যে সহযোগিতা চুক্তি।

সূত্র জানায়, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সংযুক্তি এবং দুই দেশের জনগণের পারস্পরিক চলাচল সহজীকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা–ইসলামাবাদ সম্পর্কের স্বাভাবিকীকরণে উদ্যোগ নিতে পারে বাংলাদেশ, আর পাকিস্তান পক্ষ থেকে সম্পর্ক জোরদারের বার্তা আসতে পারে।

আজ বিকেলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

শনিবার তিনি দুই দিনের সফরে ঢাকায় পৌঁছান। এক যুগ পর এটি ছিল কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। সফরের প্রথম দিনই তিনি বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করেন।

এর আগে গত ২৭ এপ্রিল ইসহাক দারের ঢাকায় আসার কথা থাকলেও ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সীমান্তে উত্তেজনা দেখা দিলে সফর স্থগিত করে পাকিস্তান।

 

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!