অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতির কারণেই যুক্তরাষ্ট্র শুল্ক ইস্যুতে বাংলাদেশকে বিশেষ সুবিধা দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসসচিব শফিকুল আলম।
শনিবার (২৩ আগস্ট) মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও অবস্থান নিয়ে আয়োজিত এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
প্রেসসচিব বলেন, “যুক্তরাষ্ট্রে ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তি পর্যায়ের গ্রহণযোগ্যতা থাকায় বাংলাদেশ সুবিধা পেয়েছে। শুল্ক কমিয়ে ২০ শতাংশে নামানো হবে—এই বিষয়ে শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার।”
তিনি আরও জানান, শুল্ক আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত হলে রপ্তানিও বাড়বে। তার ভাষায়, “নেগোশিয়েশনের সময় অন্যান্য মার্কেটের ওপর প্রভাব কী হতে পারে, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।”
বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে রপ্তানি বাড়লে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”
উল্লেখ্য, শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছিল। পরে গত ৩১ জুলাই ট্রাম্প প্রশাসন সেটি কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনে।
একুশে সংবাদ/বা.প্র/এ.জে