AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনের নেতৃত্বে বিশাল শোডাউন



যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরিদগঞ্জে সাবেক এমপি লায়ন হারুনের নেতৃত্বে বিশাল শোডাউন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে এক উচ্ছ্বাসমুখর ও বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর, ২০২৫) বিকেলে সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদের নেতৃত্বে এক বিশাল র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেলে উপজেলা সদরের আল-মদিনা হাসপাতালের সামনে থেকে জমকালো র‌্যালিটি শুরু হয়। এতে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত র‌্যালিটি উপজেলা সদর প্রদক্ষিণ করে টিএনটি চত্বরে গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে যুবদল, বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকেও মিছিল সহকারে নেতাকর্মীরা এসে র‌্যালিতে যোগ দেন।

র‌্যালি-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ যুবদলকে জাতীয়তাবাদী দল বিএনপির “প্রাণশক্তি” হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “আজকের এই তারুণ্যই হলো আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “শহীদ জিয়া বিএনপি গঠনের পর যুবদলকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই যুবদলের কর্মীরা সর্বদা সুশৃঙ্খল, দেশপ্রেমিক ও আদর্শবান।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে তিনি বলেন, “স্বৈরাচারবিরোধী প্রতিটি আন্দোলনে ছাত্র সমাজের পাশাপাশি যুবদলের নেতাকর্মীরা সাহসিকতার সঙ্গে অগ্রণী ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগের কঠিন দুঃশাসনের সময়েও যুবদলের লক্ষাধিক কর্মী জেল-জুলুম ও নির্যাতন সহ্য করেছে, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়নি।”

নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, “এই বিশাল জনসমাগম প্রমাণ করে যে, দেশের জনগণ এখনও শহীদ জিয়ার নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল। ফরিদগঞ্জেও যুবদল অত্যন্ত সংগঠিত ও শক্তিশালী।”

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটোয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, জেলা যুবদলের সদস্য সোহেল খান, পৌর বিএনপি নেতা বিল্লাল কোম্পানি ও মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের মানিক পাটোয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সেলিম মাহমুদ রাঢ়ি ও হারুন পাঠান, উপজেলা বিএনপি নেতা হুমায়ুন কবির কাজি, পৌর যুবদল নেতা মোহাম্মদ আলী, পেয়ার আহমেদ তালুকদার, কামরুল ইসলাম পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক শাওন পাঠান, মনির মাস্টার ও হোসেন পাটোয়ারী, ছাত্রদল নেতা শফিকুল ইসলাম স্বপন ও মনির হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিন আহমেদ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ আলম, এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন ও ইয়াসিন আখন্দ সুজন প্রমুখ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!