লিবিয়ার বেনগাজীর গানফুদা আটক কেন্দ্র থেকে দেশে ফিরেছেন ১৭৫ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর সোয়া ৬টার দিকে লিবিয়ার বুরাক এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের দেশে ফেরানো সম্ভব হয়েছে।
জানা গেছে, ফেরত আসাদের অধিকাংশই ইউরোপে পৌঁছানোর আশায় মানবপাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। সেখানে তারা নানা সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হন।
ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের ম্যানেজার আল আমিন নয়ন জানিয়েছেন, দেশে পৌঁছানো ব্যক্তিদের প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। সব প্রক্রিয়া শেষে তারা নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন।
এ সময় বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
এর আগে, বুধবার বাংলাদেশ দূতাবাস (ত্রিপোলি) এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন আটক কেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
একুশে সংবাদ/আ.ট/এ.জে