AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৪৯ পিএম, ১৮ আগস্ট, ২০২৫

ঢাকার বাইরে এখনো মব জাস্টিস চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন,ঢাকার ভেতরে মব জাস্টিস বা গণপিটুনির ঘটনা তুলনামূলকভাবে কমলেও রাজধানীর বাইরের জেলাগুলোতে এ ধরনের প্রবণতা এখনো বিদ্যমান রয়েছে।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত ১২তম সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, ছিনতাই ও চাঁদাবাজ দমন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং শীর্ষ সন্ত্রাসীদের জামিন প্রসঙ্গ আলোচিত হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা চাই মব জাস্টিস যতটা সম্ভব কমানো হোক। সম্প্রতি রংপুরে একটি ঘটনা ঘটেছে। ঢাকায় এর প্রবণতা কমলেও আশপাশের এলাকায় এখনো কিছু কিছু হচ্ছে। এ প্রবণতা বন্ধে কাজ করছি।”

তিনি জানান, নির্বাচনের আগে আইনশৃঙ্খলা বাহিনীতে উল্লেখযোগ্য নিয়োগ দেওয়া হয়েছে—পুলিশে ১৫ হাজার ৮৫১ জন, বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, আনসারে ৫ হাজার ৫৫১ জন, কারা বিভাগে ১ হাজার ৫৫৮ জন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন। এর মধ্যে কিছু নতুন পদ সৃষ্টি করা হয়েছে, আবার কিছু শূন্যপদে নিয়োগ দেওয়া হয়েছে।

১৫ আগস্টে ফুল দেওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমি জানি না নিষেধাজ্ঞা ছিল কি না। তবে আমাদের নির্দেশনা ছিল, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

মাইটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “বাদী বলেছেন তার সম্পৃক্ততা নেই। তবে কেন গ্রেপ্তার হলো, সেটা কোর্টকে জিজ্ঞেস করতে হবে। আদালত স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। পুলিশ যদি অবৈধভাবে কাউকে গ্রেপ্তার করে, তাহলে কোর্ট তাকে মুক্তি দেয়।”

সাধারণ মানুষকে হয়রানির শিকার না হওয়ার আশ্বাস দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যে অপরাধী সে কোনো অবস্থায় ছাড় পাবে না। তবে বাস্তবে দেখা যায় আমরা অনেক সময় ছোট অপরাধীদের ধরি, কিন্তু বড় অপরাধীরা বাঁচিয়ে যায়। সম্প্রতি একটি বড় অপরাধী ধরা পড়েছে বলে আলোচনা হচ্ছে। ছোট অপরাধীদের ব্যাপারে অবশ্য আলোচনা হয় না।”

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!