কেন্দ্রীয় কৃষকদলের সম্পাদক সাধারণ শহিদুল ইসলাম খান বাবুলকে আ`লীগের আমলে মিথ্যা ও গায়েবী মামলায় ঢাকায় জেল হাজতে প্রেরণের বিরুদ্ধে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার (১৮ আগস্ট) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিকেলে ভাঙ্গা পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফারুক মুন্সী, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন জিতু এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভকারীরা শহিদুল ইসলাম বাবুলের অবিলম্বে মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন। এ সময় ভাঙ্গা পৌর বিএনপির অন্যান্য আহ্বায়ক কমিটির সদস্যদের পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স্মরণ মুন্সি, ভাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমরান মুন্সী, স্বেচ্ছাসেবক দলের নেতা রুবেল মুন্সী, অন্তর মুন্সী, বরকত আহমেদ এবং কাব্য মুন্সীসহ অনেকে উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে