প্রশাসনের আলোচিত কর্মকর্তা মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে বেশ আলোচিত হন। বিশেষ করে ভেজালবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকার কারণে তিনি ব্যাপকভাবে পরিচিতি পান।
একুশে সংবাদ/জা.নি/এ.জে