AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা



শেরপুরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা

শেরপুরে বিএনপি নেতা ও বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতির পদে মো. রমজান আলী নির্বাচিত হওয়ায় তাকে ও নবগঠিত কমিটির অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন জেলার ওষুধ ব্যবসায়ীরা।

রবিবার (১৭ আগস্ট) রাতে শহরের তিনানী বাজারস্থ সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীরা নতুন কমিটিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন। অনুষ্ঠানে নবগঠিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও জেলার বিভিন্ন ফার্মেসীর মালিকরা উপস্থিত ছিলেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রঞ্জন কুমার সাহা, এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন ও শামীম আহমেদ। অনুষ্ঠানে সহ-সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম খোকন বলেন, “শেরপুরের ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা, অনিয়ম প্রতিরোধ ও জনস্বার্থে সঠিকভাবে ওষুধ সরবরাহ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।”

প্রসঙ্গত, গত ১৬ আগস্ট কেন্দ্রীয় সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়। ব্যবসায়ীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের অধীনে সমিতির কার্যক্রম আরও সক্রিয় হবে এবং ওষুধ ব্যবসায়ীদের ন্যায্য দাবি ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!