রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে মাইলস্টোন কলেজের আশপাশে এই ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, দুর্ঘটনার সময় বিমানটি চালাচ্ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর।
মাইলস্টোন কলেজের এক কর্মকর্তা মিজানুর রহমান জানান, কলেজের ভেতরেই বিমানটি পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
তিনি দাবি করেন, এতে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পর ঘটনাস্থলের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলোতে ধোঁয়া ও আগুন দেখা গেছে, পাশাপাশি মানুষজনের দৌড়াদৌড়ির দৃশ্যও রয়েছে। তবে এসব ভিডিওর সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।
আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দ করে বিমানটি মাটিতে আছড়ে পড়ে। তখন সেখানে শিক্ষার্থী ও কলেজের কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সময় ছিল স্কুল ছুটির ঠিক পূর্ব মুহূর্ত। অনেক অভিভাবকও তখন স্কুলের সামনে অবস্থান করছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে তারাও উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন।
জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয় এবং ১টা ২২ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে