AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৪৩ পিএম, ২০ জুলাই, ২০২৫

সেনাসদর নির্বাচনী পর্ষদ ২০২৫ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ সেনাবাহিনীর সদর দফতরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই প্রথম ধাপের পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদে কর্মরত যোগ্য কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন।

রোববার (২০ জুলাই) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা মুক্তিযুদ্ধের সব শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিশেষভাবে সেনাবাহিনীর শহীদ সদস্যদের স্মরণ করেন তিনি।

তিনি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ ও আহত সেনা সদস্যদের এবং ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নিহত ও আহত ছাত্র-জনতাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।

পদোন্নতি নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, অফিসারদের পেশাগত যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা, শৃঙ্খলার মান, সততা, আনুগত্য ও দায়িত্ব পালনের উপযুক্ততা বিবেচনায় রেখে পদোন্নতি নির্বাচন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, নীতিবান, সৎ, পেশাদার ও দক্ষ নেতৃত্বগুণসম্পন্ন কর্মকর্তারাই উচ্চতর পদে পদোন্নতির জন্য উপযুক্ত।

তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যারা সামরিক জীবনের বিভিন্ন স্তরে নেতৃত্ব প্রদানে সক্ষম হয়েছেন, তাদের যোগ্যতার যথাযথ মূল্যায়ন করতে হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা, স্থিতিশীলতা এবং দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান প্রশংসনীয়। বেসামরিক প্রশাসনের পাশে দাঁড়িয়ে সেনাবাহিনীর সদস্যরা দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করে আসছেন। এই অব্যাহত ত্যাগের জন্য তিনি সেনাপ্রধানসহ সব সেনাসদস্যকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি শত ব্যস্ততার মাঝেও উপস্থিত থেকে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে প্রধান উপদেষ্টা উপস্থিত সেনা কর্মকর্তাদের সঙ্গে ছবি তোলেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

Link copied!