ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মোট ৫৬৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচনে অংশ নিতে শিক্ষার্থীরা সংগ্রহ করেছেন আরও ১ হাজার ২২৬টি মনোনয়ন ফরম।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, মনোনয়নপত্র বিক্রির শেষ দিনেই সর্বাধিক সাড়া পাওয়া গেছে। শুধু সোমবারই ৪৪২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।
তবে কোন পদে কতটি ফরম বিক্রি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি প্রধান রিটার্নিং কর্মকর্তা।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় মঙ্গলবার (১৯ আগস্ট)। যাচাই-বাছাই শেষে আগামী ২১ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে