AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গোপসাগরে টেকসই মৎস্য আহরণে গবেষণা জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:০২ পিএম, ১৮ আগস্ট, ২০২৫

বঙ্গোপসাগরে টেকসই মৎস্য আহরণে গবেষণা জোরদারের আহ্বান প্রধান উপদেষ্টার

উপকূলীয় সম্পদের টেকসই ব্যবহারে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বঙ্গোপসাগরে সঠিকভাবে মৎস্য আহরণ নিশ্চিত করতে হলে ব্যাপক জরিপ ও গবেষণা বাড়াতে হবে।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, মাছ প্রকৃতির অমূল্য দান। কিন্তু মানুষ প্রকৃতির প্রতি নির্দয় আচরণ করছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চলতে থাকলে একদিন মাছ ফুরিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হবে। নদী ব্যবস্থাপনায় শাসনের পরিবর্তে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

ড. ইউনূস জানান, সামুদ্রিক মৎস্য সম্পদের অপার সম্ভাবনা রয়েছে, কিন্তু তা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। এজন্য সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। তার মতে, সম্ভাবনার পাশাপাশি আশঙ্কাও রয়েছে; তাই প্রকৃতির সঙ্গে সহনশীল আচরণ জরুরি।

অবৈধ জাল ব্যবহার, নদী ও জলাশয়ে বর্জ্য ফেলা, কৃষিতে নিষিদ্ধ কীটনাশকের ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে মৎস্য সম্পদ সংকটের বড় কারণ হিসেবে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এসব থেকে উত্তরণের জন্য টেকসই প্রযুক্তি ও কার্যকর বিকল্প পদ্ধতি আবিষ্কার করতে হবে।

একই সঙ্গে অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রফতানি বৃদ্ধির দিকেও নজর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। এজন্য গবেষণা, সঠিক পরিকল্পনা ও সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মত দেন প্রধান উপদেষ্টা।

 

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!