গাইবান্ধা জেলা পরিষদের সুন্দরগঞ্জ অংশের সাবেক সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. এমদাদুল হক নাদিমকে গ্রেফতার করেছে সুন্দরগঞ্জ থানা পুলিশ।
শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নাদিম ওই গ্রামের মোজাফ্ফর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, “নাদিমকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং রোববার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

