AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৯ নভেম্বর, ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বামী-স্ত্রী ছদ্মবেশে মাদক কারবারি গ্রেফতার



স্বামী-স্ত্রী ছদ্মবেশে মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিনব কৌশলে ধরা পড়ল দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪)।

শনিবার (০৮ নভেম্বর)  বিকেল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ছদ্মবেশে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, স্বপন মিয়া দীর্ঘদিন ধরে মাদক ও সীমান্ত ঘেঁষা চোরাচালান চক্রের সঙ্গে জড়িত। পুলিশের উপস্থিতি টের পেলেই দ্রুত গা ঢাকা দেওয়ার কারণে তাকে ধরতে বারবার ব্যর্থ হচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী। একাধিক সোর্স থাকায় পুলিশের উপস্থিতির আগাম তথ্য পেয়ে সে সহজেই পালিয়ে যেত।

এই পরিস্থিতিতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই শরাফত আলী অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি বোরকা পরে নারী চরিত্রে এবং সঙ্গীয় ফোর্স সদস্য মো. রোকন উদ্দিন পাঞ্জাবি ও টুপি পরে স্বামী সেজে মোটরসাইকেলে স্বপন মিয়ার বাড়িতে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর দেখা যায়, স্বপন মিয়া বিছানায় শুয়ে আছে। পরিস্থিতি অনুধাবন করার আগেই পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

এএসআই শরাফত আলী বলেন, “দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতার করার চেষ্টা করেছি। সে খুব চালাক ও চতুর; সামান্যতম পুলিশি তৎপরতা টের পেলেই পালিয়ে যেত। অবশেষে ছদ্মবেশে অভিযান চালিয়ে সফল হয়েছি।”

শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম বলেন, “আসামি গ্রেফতারের এই সফল অভিযান প্রশংসনীয়। অপরাধীরা যতই কৌশল অবলম্বন করুক, পুলিশ প্রয়োজনীয় বুদ্ধি ও পদ্ধতি প্রয়োগ করে তাদের আইনের আওতায় আনবে।”

গ্রেফতারকৃত স্বপন মিয়াকে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!