জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলা ৯ই নভেম্বর শুরু হয়ে ২৬শে নভেম্বর শেষ হবে।
রবিবার (৯ই নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগর এর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই মেলা উদ্বোধন করেন প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক ও ঢাকা ১২ এর বিএনপি প্রার্থী সাইফুল আলম নিরব।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোহাম্মদ বেলায়েত হোসাইন এর সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তসলিম আহসান মাসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ১ম সহ-সভাপতি মোঃ ফখরুল ইসলাম রবিন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সাইফুল আলম নিরব বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যবসায়ী সমাজের সকল সমস্যা সমাধান ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে বলে প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেশের ব্যবসা-বাণিজ্য পুরোপুরি ধ্বংসের মুখে পড়েছিল। সাধারণ মানুষ থেকে শুরু করে উদ্যোক্তা—কেউই ব্যবসা করতে পারেনি। যেখানেই কেউ ব্যবসা করতে গেছে, সেখানেই আওয়ামী সরকারের সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র তাদের ওপর হামলা চালিয়েছে। বিদেশে টাকা পাচার ও চাঁদাবাজির মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকার দেশের শিল্প ও বাণিজ্য কাঠামোকে ধ্বংস করেছে।
সাইফুল আলম নিরব আরও বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে এদেশ থেকে উৎখাত করেছি। তবে শুধু ফ্যাসিস্টকে উৎখাত করলেই হবে না। যারা এই সময়ে চাঁদাবাজি করেছে, অবৈধভাবে সম্পদ অর্জন করেছে এবং দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে—তাদেরও আইনের আওতায় এনে এই মাটি থেকে উৎখাত করতে হবে।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমি বিশ্বাস করি আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করেন এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়, তাহলে ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের সকল সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেব।
ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে ব্যবসায়ীদের বড় একটি সমস্যা হলো অযৌক্তিক কর আরোপ। অনেক সময় পণ্যের প্রকৃত মূল্যের তুলনায় কর অনেক বেশি ধরা হয়। আমরা ক্ষমতায় এলে এই বিষয়টি গুরুত্বসহকারে পর্যালোচনা করে ট্যাক্সনীতি সংস্কার করব, যাতে ব্যবসায়ীরা স্বস্তিতে ব্যবসা করতে পারে।
তিনি আরও বলেন, চাঁদাবাজি, হয়রানি, দুর্নীতি ও প্রশাসনিক জটিলতাসহ যেসব সমস্যা দেশের ব্যবসা-বাণিজ্যের পথে বাধা সৃষ্টি করছে, বিএনপি সরকার গঠিত হলে সেসব সমস্যার স্থায়ী সমাধান করা হবে। ব্যবসায়ীরা যেন ভয়-ভীতি ছাড়া তাদের কাজ করতে পারেন, সে পরিবেশ সৃষ্টি করাই হবে আমাদের অঙ্গীকার।
শেষে তিনি বলেন, “বিএনপি সরকার জনগণের সেবার সরকার হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে আমরা কাজ করব। আগামী দিনে বিএনপি সরকার ব্যবসায়ীদের উন্নয়নের জন্য সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবে, যাতে বাংলাদেশ আবার একটি ব্যবসাবান্ধব রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে।
এবারের মেলায় দেশী-বিদেশী সকল পন্যে রয়েছে আকর্ষণীয় উপহার। সকল ধরনের ব্যবহারী পন্যসামগ্রি পাওয়া যাবে এ মেলায়। কোন ধরনের প্রবেশ ফি ছাড়াই উপভোগ করতে পারবে এ মেলা।
একুশে সংবাদ/রাফি/বাবু/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

