সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টানসহ সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে বসবাস করছে। ভবিষ্যতেও এই ভ্রাতৃত্ব বজায় থাকবে এবং এ দেশে কারও সঙ্গে কোনো ভেদাভেদ করা হবে না।
শনিবার (১৬ আগস্ট) ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “আমরা সবসময় আপনাদের পাশে আছি। সশস্ত্র বাহিনী সারাদেশে মোতায়েন রয়েছে এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। আপনাদের উৎসব-অনুষ্ঠান আনন্দের সঙ্গে পালিত হবে—এ ব্যাপারে নিশ্চিন্ত থাকতে পারেন। প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আজকের দিনে আমাদের প্রতিশ্রুতি হোক—আমরা সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ ধরে রাখব। বাংলাদেশ সবার, এখানে শান্তিতে ও সম্মানের সঙ্গে বসবাস করব।”
সেনাপ্রধান আশা প্রকাশ করেন, জন্মাষ্টমীর এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ সারাদেশে ছড়িয়ে পড়বে এবং তার মূল্যবোধকে ধারণ করেই সবাই একসঙ্গে এগিয়ে যাবে।
নিজের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, “আমি আজিমপুর-পলাশী এলাকায় বেড়ে উঠেছি। এ জায়গার সঙ্গে আমার অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে।”
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/জা.নি/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

