AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাংলাদেশে ৫জি ও ডেটা সেন্টারে আজিয়াটাকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪১ পিএম, ১২ আগস্ট, ২০২৫

বাংলাদেশে ৫জি ও ডেটা সেন্টারে আজিয়াটাকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশে ৫জি পরিষেবা চালু ও দেশের ডেটা সেন্টারে বিনিয়োগে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় টেলিকম সংস্থা আজিয়াটাকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১২ আগস্ট) কুয়ালালামপুরে আজিয়াটা গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে উচ্চগতির ইন্টারনেট অপরিহার্য।

অধ্যাপক ইউনূস জানান, অন্তর্বর্তীকালীন সরকার টেলিকম খাতে আরও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরির জন্য লাইসেন্সিং প্রক্রিয়া সহজ করছে। তিনি বেসরকারি খাত ও নিয়ন্ত্রকদের মধ্যে শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একে অপরের কাছাকাছি আসা এবং বোঝা।”

আজিয়াটা গ্রুপের সিইও বিবেক সুদ জানান, রবি ইতোমধ্যে বাংলাদেশে ৫জি পরীক্ষামূলক চালনা করেছে, তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণ জরুরি। তিনি জানান, রবি প্রতি বছর বাংলাদেশে প্রায় ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে এবং ৫জি পরিষেবায় বিনিয়োগে আগ্রহী। তবে উচ্চমূল্যের স্পেকট্রাম ফি ও খণ্ডিত লাইসেন্সিং ব্যবস্থা বিদেশি বিনিয়োগে প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।

আজিয়াটা গ্রুপ বাংলাদেশে ডেটা সেন্টার স্থাপনে যৌথ উদ্যোগের আগ্রহও প্রকাশ করেছে।

বৈঠকে আজিয়াটা গ্রুপের চেয়ারম্যান শাহরিল রিদজা রিদজুয়ান, প্রধান নিয়ন্ত্রক ও সরকার বিষয়ক কর্মকর্তা ফুং চি কেওং, প্রধান ব্যবসা ও প্রযুক্তি কর্মকর্তা থমাস হুন্ড্টসহ উভয়পক্ষের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, জ্বালানি উপদেষ্টা ফৌজুল কবির খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!