AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৩৩ পিএম, ১২ আগস্ট, ২০২৫

মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা

মালয়েশিয়ার ব্যবসায়িক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের অপার বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) মালয়েশিয়ায় স্থানীয় সময় দুপুর ২টায় অনুষ্ঠিত এক ব্যবসায়িক ফোরামে তিনি এ কথা বলেন।

স্থানীয় বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই আলোচনায় মালয়েশিয়ার চেম্বার অব কমার্সের নেতাসহ ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের কয়েকজন উপদেষ্টা ও ব্যবসায়িক প্রতিনিধি ও উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “এখন বাংলাদেশের সঙ্গে ব্যবসার সঠিক সময়, কারণ বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত। নতুন বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন অর্থনৈতিক সমৃদ্ধি। এজন্য মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে আসার জন্য আহ্বান জানাচ্ছি।”

সকালেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ড. ইউনূস। সেখানে দুই দেশের মধ্যে উচ্চশিক্ষা, কূটনৈতিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা সহযোগিতা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ, হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য বাণিজ্যিক সহযোগিতা নিয়ে পাঁচটি সমঝোতা স্মারক ও তিনটি নোট অব এক্সচেঞ্জ সই হয়।

বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা জানান, আগামী বছর ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে বাংলাদেশ জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত। এ সময় তিনি মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন এবং বলেন, নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ স্বাভাবিক গতি ফিরে পাবে।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে ড. ইউনূস বলেন, এটি বাংলাদেশের জন্য বিশাল চ্যালেঞ্জ। মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতাও প্রয়োজন।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!