বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো’ সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সরকারি সফরে যাচ্ছেন। সফরে দুই দেশের মধ্যে পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পাবলিক ডিপ্লোম্যাসি) শাহ আসিফ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, সফরে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি এক্সচেঞ্জ অব নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামী ১১ আগস্ট মালয়েশিয়া পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন।
১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধান উপদেষ্টা ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত ও প্রতিনিধি পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সমঝোতা স্মারক ও নোট বিনিময় অনুষ্ঠান হবে, যেখানে দুই দেশের সরকারপ্রধান উপস্থিত থাকবেন। এদিনই যৌথ সংবাদ সম্মেলন, রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজ, একটি বিজনেস ফোরামে অংশগ্রহণ এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন রয়েছে।
১৩ আগস্ট সফরের শেষ দিনে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার নেগেরি সেমবিলান প্রদেশের রাজা ও ইউনিভার্সিটি কেবাঙ্গাসান মালয়েশিয়ার চ্যান্সেলর তোয়াংকু মুহরিজ ইবনি আল মারহুম তোয়াংকু মুনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। একইদিন তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করবেন।
সফরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, পেশাদার জনবল বৃদ্ধি, প্রবাসী শ্রমিকদের কল্যাণ, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং হালাল অর্থনীতিতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।
বাংলাদেশের আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপে (RCEP) যোগদানের প্রস্তাবও এই সফরে জোরালোভাবে উপস্থাপন করা হবে। পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আশা করছে, এই সফর বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ককে পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে