হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন সবার সম্মিলিত প্রচেষ্টায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শনিবার আনুমানিক দুপুর আড়াইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পাওয়া মাত্রই ঢাকায় অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার ও বাশার ঘাঁটি থেকে অগ্নিনির্বাপণে প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
বর্তমানে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, বাংলাদেশ ফায়ার সার্ভিস, এবং বিমানবাহিনীর দুটি বিশেষ ফায়ার ইউনিট একযোগে আগুন নেভাতে কাজ করছে বলে জানায় বেবিচক।
একুশে সংবাদ/এ.জে