কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, নতুন প্রজন্ম ও কোমলমতি শিক্ষার্থীরা রাজনৈতিক দলগুলোর কাছে ইতিবাচক পরিবর্তন এবং মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রত্যাশা করে। নতুন দেশ গঠনে শিক্ষা ও সংস্কৃতির বিকল্প নেই। রাজনৈতিক নেতৃত্ব ও সংগঠনের মধ্যে গুণগত পরিবর্তন এখন সময়ের দাবি।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হামদ-নাত ও গজল প্রতিযোগিতার অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন ভ্যানগার্ড।
এ্যানী আরও বলেন, “রাজনীতিকে জনকল্যাণমুখী, নৈতিকতা ভিত্তিক ও তরুণ বান্ধব না করলে জাতির ভবিষ্যৎ দুর্বল হয়ে পড়বে। রাজনীতিতে ইতিবাচক রোল মডেলের খুব প্রয়োজন আছে। সমাজের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা ও শিক্ষিত শ্রেণি যদি দায়িত্বশীল না হন, তাহলে সমাজ পরিবর্তনের লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। সন্ত্রাস, মাদকসহ নানা অপকর্ম দূর করতে সম্মিলিত প্রয়াস দরকার।”
প্রতিযোগিতায় ভ্যানগার্ডের সদস্য নেছার উদ্দিনের সভাপতিত্বে ও আকবর হোসেন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক এডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল আলমসহ ভ্যানগার্ডের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় জেলার ৪০টি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে ২৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রথম ধাপ শেষে ২৪ জন শিক্ষার্থী জেলা পর্যায়ে উত্তীর্ণ হন। বিজয়ীদের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ/এ.জে