AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:০৪ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার

দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে আগামী রবিবার (৭ ডিসেম্বর) থেকে নিয়ন্ত্রিতভাবে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিদিন সীমিত ৫০টি আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে, আর প্রতিটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানি করা যাবে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়—গত ১ আগস্টের পর যারা আমদানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, শুধুমাত্র তারাই নতুন করে আবেদন জমা দিতে পারবেন। একজন আমদানিকারক একবারই আবেদন করার সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এই সীমিত আমদানির প্রক্রিয়া চালু থাকবে।

এদিকে বাজারে পেঁয়াজের দাম হঠাৎ উর্ধ্বমুখী। মৌসুমের শুরুতেই দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের। গত সপ্তাহে দুই–তিন দিনের ব্যবধানে কেজিপ্রতি ২০–৩০ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাজারে পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!