AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে আইইইই ব্রাঞ্চের নতুন কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি,যবিপ্রবি প্রতিনিধি
০৯:১৫ পিএম, ৬ ডিসেম্বর, ২০২৫

যবিপ্রবিতে আইইইই ব্রাঞ্চের নতুন কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ার্স (আইইইই) যবিপ্রবি ব্রাঞ্চের নতুন কমিটি গঠন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত এই কমিটিতে ব্রাঞ্চ চেয়ার হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শান্ত ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন একই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মোস্তাকিম ইসলাম। 

শনিবার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোঃ শরীফ হোসেন গ্যালারিতে অনুষ্ঠিত আইইইই যবি

প্রবি শাখার বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি.। 

ইইই বিভাগের শিক্ষার্থী আল শাহরিয়ার রাফিদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইইই জাস্ট ব্রাঞ্চের উপদেষ্টা প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি., ড. মেহেদী হাসান জুয়েল, ড. মোঃ কামরুল ইসলাম, ড. ফারজানা খানম।

ড. ফারজানা খানম বলেন, আইইইই জাস্ট ব্রাঞ্চের সদ্যবিদায়ী কমিটির সদস্যরা অনেক ডেডিকেশনের সাথে কাজ করে এসেছে। ওরা যেভাবে আমাদেরকে প্রতিটি প্রোগ্রামে সাথে রেখে কাজ করেছে আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখে। 

ড. মেহেদী হাসান জুয়েল বলেন, আমি এই অনুষ্ঠানে আসতে পেরে খুবই আনন্দিত। তোমাদের গত এক বছরের এতোগুলা প্রোগ্রামগুলোতে যে পরিশ্রম করেছো তা আসলেই খুবই প্রশংসনীয়। পড়াশোনার পাশাপাশি যারা এমন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করেছো তাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে এবং তারা অবশ্যই ভবিষ্যতে উপকৃত হবে।

ড. মোঃ কামরুল ইসলাম বলেন, আইইইই জাস্ট ব্রাঞ্চের শুরুটা এতোটা মসৃণ ছিল না। কিন্তু গত এক বছরের কার্যক্রমের মাধ্যমে তারা এই ব্রাঞ্চকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। তারা তাদের কাজ ও সক্ষমতা দিয়ে প্রমাণ করেছে নিজেদেরকে। ভবিষ্যতে যারা এই ব্রাঞ্চের নেতৃত্বে আসবে তারা সেই সাফল্যকে আরো দীর্ঘায়িত করবে এমনটাই আশা করি। 

সংগঠনটির প্রধান উপদেষ্টা মোঃ আমজাদ হোসেন ড. ইঞ্জি. বলেন, আইইইই জাস্ট ব্রাঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা খুবই কম ছিল কিন্তু তাদের মাঝে আগ্রহ ও সম্ভাবনা ছিল অনেক। পরবর্তী কমিটির হাত ধরে এর সদস্য সংখ্যা ও কাজের পরিধি অনেক বেড়েছে। যবিপ্রবির যতোগুলো ক্লাব রয়েছে তার মধ্যে অন্যতম সক্রিয় ক্লাব হলো এই আইইইই যবিপ্রবি শাখা। আশা করছি এই ক্লাব অতীতের ন্যায় আরো অনেক উদ্ভাবনী সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করবে।

এছাড়াও অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সৈয়দ সাকিব শাহরিয়ার ইসলাম, মোঃ শাহিদুজ্জামান, মোঃ মুসাভভির হক, আব্দুল্লাহ সাদেক ফাহিম ও জাহিদুল ইসলাম শান্ত।

অনুষ্ঠান শেষে সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরবর্তীতে নবগঠিত কমিটির হাতে সংগঠনটির দায়িত্ব হস্তান্তর করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!