ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাকস্থলির অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করতে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে সফলভাবে এন্ডোস্কপি সম্পন্ন হয়েছে। তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন বেগম জিয়া। এ সময় তাঁর শারীরিক অবস্থার অবনতিতে বিএনপির শীর্ষ নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন। এরই মধ্যে যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকের যৌথ দল তাঁর শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করেন। পর্যালোচনার পর মেডিকেল বোর্ড বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরে।
প্রাথমিক পরিকল্পনা ছিল কাতারের আমিরের ব্যবস্থাপনায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে লন্ডনে নেওয়ার। তবে কারিগরি রক্ষণাবেক্ষণজনিত কারণে সেই ফ্লাইট পাঠাতে জটিলতা দেখা দেয়।
বিকল্প হিসেবে কাতার সরকার জার্মানির একটি প্রতিষ্ঠানের পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে। বিমানটি জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকায় আসবে বলে সূত্রে জানা গেছে।
প্রসঙ্গত, গত জানুয়ারিতেও চিকিৎসার উদ্দেশ্যে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে গিয়েছিলেন বেগম খালেদা জিয়া।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

