নেত্রকোণা–৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন কেন্দুয়ার সন্তান, গণঅধিকার পরিষদ–জিওপি যুব উইংসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন রনি ওরফে এ.এইচ. রনি রূহি।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকার দলীয় কার্যালয়ে একান্ত সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
নেত্রকোণা–৩ আসনে বিএনপি ও জামায়াতের পর গণঅধিকার পরিষদের একক প্রার্থী হিসেবে তিনি এলাকায় বেশ আলোচনায় আছেন বলে জানিয়েছেন তাঁর সমর্থক এবং স্থানীয়রা।
আনোয়ার হোসেন রনির জন্ম কেন্দুয়া পৌরসভার সংলগ্ন কান্দিউড়া ইউনিয়নের কুন্ডলী গ্রামে। পিতা মো. গফুর আহমেদ এবং মাতা মোছা: রোমেলা আক্তারের স্নেহধন্য সন্তান তিনি। বিএ অনার্স (সম্মান) শেষ করে গণমানুষের কল্যাণে তিনি একজন সাহসী সংবাদকর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন।
একজন সাধারণ গণমাধ্যম কর্মী থেকে গণমানুষের নেতায় পরিণত হওয়া সহজ ছিল না—উল্লেখ করে রনি বলেন, “২০১৮–২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেয় গণঅধিকার পরিষদ–জিওপি। স্বৈরাচার সরকারের আমলে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে উঠে আসা সাহসী নেতা ভিপি নুরের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারো মেধাবী শিক্ষার্থীকে নিয়ে গড়া হয়েছে তারুণ্যের এই দল।”
তিনি আরও বলেন, “আমাদের স্লোগান—‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার; আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার।’ সাধারণ মানুষের, বিশেষ করে তরুণদের পাশে থেকে কাজ করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচনে প্রার্থী হয়েছি। সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

