AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৮ আগস্ট ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই : পুলিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৫৮ পিএম, ১ আগস্ট, ২০২৫

৮ আগস্ট ঘিরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নেই : পুলিশ

ঢাকার বসুন্ধরা এলাকায় অনুষ্ঠিত ‘গোপন বৈঠক’ এবং ৮ আগস্টকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ছড়ানো নানা গুজব ও হুমকির পেছনের ঘটনা তদন্তে গুরুত্ব দিচ্ছে পুলিশ। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, এ মুহূর্তে আগস্টকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, “৮ জুলাই বসুন্ধরা এলাকার একটি কনভেনশন হলে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, সে বিষয়ে আগে থেকেই আমাদের কাছে তথ্য ছিল। ওই অনুষ্ঠান আয়োজনের জন্য শামীমা নাসরিন শম্পা নামে এক ব্যক্তি হলটি ভাড়া নিয়েছিলেন। বিদেশে লোক পাঠানোর নামে একটি প্রতিষ্ঠানের ব্যানার ব্যবহার করে এ আয়োজন হয়, যেখানে উদ্দেশ্য ছিল ষড়যন্ত্রমূলক।”

ঘটনার প্রেক্ষিতে ১৩ জুলাই ভাটারা থানায় মামলা হয় এবং এখন পর্যন্ত সংশ্লিষ্টতা পাওয়ায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তালেবুর রহমান জানান, ঘটনাটির প্রকৃত উদ্দেশ্য এবং এর পেছনের কারা রয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত চালিয়ে যাচ্ছে।

৮ আগস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হুমকি বা গুজব প্রসঙ্গে ডিএমপির এই কর্মকর্তা বলেন, “গত এক বছরে বিভিন্ন মহল পরিকল্পিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করেছে। তবে বর্তমানে পরিস্থিতি উন্নতির দিকে এবং আগস্টকে ঘিরে কোনো নির্দিষ্ট নিরাপত্তা হুমকি আমরা দেখছি না।”

তিনি বলেন, “ডিএমপি সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যথেষ্ট প্রস্তুতি ও সক্ষমতা রয়েছে। কোনো পরিস্থিতিতেই ঢালাওভাবে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।”

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের ৪৮৯টি টহল টিম ও ৬৬টি চেকপোস্ট পরিচালিত হয়। এর মধ্যে ২৫৪ জনকে বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং মাদকসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ জব্দ করা হয়।

সম্প্রতি গুলশানের এক সাবেক নারী এমপির বাসায় চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। তালেবুর রহমান জানান, গত ১৭ জুলাই ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নামধারী সংগঠনের পরিচয়ে জানে আলম তপু ও রিয়াদ নামে দুজন ৫০ লাখ টাকা দাবি করে এবং প্রাথমিকভাবে ১০ লাখ টাকা নিয়ে যায়।

পরবর্তীতে আরও টাকা আদায়ের চেষ্টার সময় ২৬ জুলাই ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। পালিয়ে যাওয়া জানে আলম তপুকে গোপীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি কর্মকর্তা।

এ ঘটনায় জড়িতদের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক ও নগদ প্রায় ৩ লাখ টাকা উদ্ধার হয়েছে বলে জানান তিনি। ঘটনাটি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!