AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:৫১ পিএম, ৩০ জুলাই, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যা বন্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ফিলিস্তিনে চলমান মানবিক সংকট বন্ধে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বাংলাদেশ থেকে জাতিসংঘে স্থায়ী মিশন পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র উপদেষ্টা ফিলিস্তিনে ইসরায়েলি অভিযানে ব্যাপক প্রাণহানির কথা তুলে ধরে বলেন, ৫৮ হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে, যা গণহত্যার সামিল। এ সময় তিনি মানবতাবিরোধী অপরাধের জন্য দোষীদের জবাবদিহির আওতায় আনার দাবি তোলেন।

তিনি বলেন, ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের অটল সমর্থন রয়েছে এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির একমাত্র পথ। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ লক্ষ্য অর্জনে আরও কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান তিনি।

গাজার পুনর্গঠনে আরব বিশ্বের প্রস্তাবিত উদ্যোগকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশ জাতিসংঘের নেতৃত্বাধীন মানবিক ও পুনর্গঠন প্রচেষ্টায় অংশ নিতে প্রস্তুত। একইসঙ্গে তিনি জাতিসংঘের ত্রাণ সরবরাহে যে কোনো বাধা প্রতিরোধের আহ্বান জানান।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনের প্রেক্ষাপটে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের মূল লক্ষ্য হলো ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ সমাধানে সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন জোরদার করা এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের পথ সুগম করা।

বাংলাদেশসহ ১১৮টি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছে।

 

একুশে সংবাদ/এন.ট/এ.জে

Link copied!