যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে শুরু হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় দফা শুল্ক সংক্রান্ত দ্বিপাক্ষিক আলোচনা। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ২টায় আনুষ্ঠানিক বৈঠক শুরু হলেও তার আগেই, বেলা সাড়ে ১২টায় প্রাথমিক পর্যায়ের আলোচনার মাধ্যমে পর্বের সূচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো তথ্য অনুযায়ী, আলোচনার দ্বিতীয় দিন আগামীকাল বুধবার সকাল ৯টায় পুনরায় বৈঠক শুরু হবে।
আলোচনায় অংশ নিতে সকালে ওয়াশিংটন পৌঁছায় বাংলাদেশ প্রতিনিধি দল। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এবং অতিরিক্ত সচিব ড. নাজনীন কাওসার চৌধুরী।
বাংলাদেশ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি বৈঠকে যুক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। তার সঙ্গে আছেন মার্কিন সরকারের শুল্ক ও বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চপদস্থ কর্মকর্তারা।
এই আলোচনার সার্বিক সমন্বয় করছে যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশের দূতাবাস।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে