AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৬ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত



মান্দায় যথাযোগ্য মর্যাদায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।

শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা আয়োজন করা হয়।

উপজেলা বণিক সমবায় সমিতির সভাপতি আখতারুজ্জামানের সঞ্চালনায় এবং উপজেলা সমবায় অফিসার আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা সমবায় অফিসার (অব.) আব্দুল হাকিম, উপজেলা সমবায় অফিসের সরকারি পরিদর্শক শফিকুল ইসলাম এবং উজ্জ্বল কুমার কবিরাজ।

এছাড়া উপস্থিত ছিলেন নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভের ম্যানেজার বেদারুল ইসলাম, জোতবাজার বণিক সমবায় সমিতির সভাপতি মোজাহারুল ইসলাম বাদশা, জোতবাজার ক্ষুদ্র বণিক সমবায় সমিতির সভাপতি আনসার আলী, উপজেলা বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সতিহাট কৃষি সমবায় সমিতির সাধারণ সম্পাদক আকরাম হোসেন এবং বিভিন্ন সমবায় সংগঠনের সদস্যবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে সমাজে ঐক্য, সাম্য ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তাই দেশের টেকসই উন্নয়নে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!