AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নির্বাচনকে ঘিরে প্রশাসনে আসবে রদবদল: আজাদ মজুমদার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:৩৯ পিএম, ২৮ জুলাই, ২০২৫

নির্বাচনকে ঘিরে  প্রশাসনে আসবে রদবদল: আজাদ মজুমদার

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আজাদ মজুমদার।

সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এর আগে নির্বাচনকালীন নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য অংশীজনদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনের পটভূমিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে আজাদ মজুমদার বলেন, "নির্বাচনকে ঘিরে প্রশাসনে রদবদলের বিষয়ে মতবিনিময় হয়েছে। নির্বাচনপূর্ব সময়ে সাধারণত এই ধরনের পরিবর্তন হয়ে থাকে। তবে রদবদল হবে প্রয়োজনের ভিত্তিতে—এটা সর্বজনীন নয়।"

তিনি আরও বলেন, "যেসব ক্ষেত্রে রদবদলের প্রয়োজনীয়তা দেখা দেবে, কেবল সেসব জায়গায়ই প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে কিছু নীতিগত আলোচনা এবং সিদ্ধান্ত হয়েছে।"

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!