AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৯ এএম, ২৪ জুলাই, ২০২৫

বার্ন ইনস্টিটিউটে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় বাংলাদেশে আসা ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের একটি দল জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে চার সদস্যের এই মেডিকেল দলটি ইনস্টিটিউটে পৌঁছায়। প্রতিনিধিদলে ছিলেন নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতাল এবং সাফদারজং হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারির দুই বিশেষজ্ঞ চিকিৎসক এবং তাদের সঙ্গে দুজন প্রশিক্ষিত নার্স।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের কর্মকর্তারা এবং দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চিকিৎসক দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন। একই সময়ে সিঙ্গাপুর থেকে আগত আরেকটি আন্তর্জাতিক চিকিৎসক দলও ইনস্টিটিউটে প্রবেশ করে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিনিধি দলটি দগ্ধদের শারীরিক অবস্থা মূল্যায়ন করবেন এবং জরুরি চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি কারও উন্নত চিকিৎসার প্রয়োজন হলে ভারতে স্থানান্তরের বিষয়ে সুপারিশ করবেন। প্রাথমিক মূল্যায়নের পর প্রয়োজন হলে অতিরিক্ত বিশেষজ্ঞ দলও পাঠানো হতে পারে।

এর আগে গত মঙ্গলবার ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে একটি চিঠির মাধ্যমে জানানো হয়, তারা আহতদের চিকিৎসায় সহযোগিতা দিতে প্রস্তুত এবং প্রয়োজনীয় সহায়তার ধরন দ্রুত জানাতে অনুরোধ জানানো হয়। এরপর বুধবার (২৩ জুলাই) রাত ৯টায় চিকিৎসক দলটি ঢাকায় এসে পৌঁছায়।

 

একুশে সংবাদ/জা.নি /এ.জে

Link copied!