রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত তুলে তাকে স্বপদে পুনর্বহাল এবং এক নারী কর্মীর শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া ডিএফইডি ব্রাঞ্চ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজশাহী জোন-২ এর পুঠিয়া ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে নারী কর্মীকে অনৈতিক সম্পর্কের চাপ ও প্রমোশনের প্রলোভন দেখিয়ে আসছিলেন।
এক নারী কর্মী জানান, একদিন অফিসে একা অবস্থায় তিনি ম্যানেজারের শ্লীলতাহানির শিকার হন। পরে তিনি সহকর্মী ও ব্রাঞ্চ ম্যানেজারকে বিষয়টি জানান। কিন্তু ঘটনাটি জানার পর ৪ সেপ্টেম্বর এরিয়া ম্যানেজার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং ৫ সেপ্টেম্বর ব্রাঞ্চ ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ফলে অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কর্মীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং সদস্যরাও সমস্যার সম্মুখীন হয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীরা দাবি জানান, অভিযুক্ত এরিয়া ম্যানেজারের রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায়বিচার হয় না, দ্রুত সুষ্ঠু তদন্ত, অফিস পুনরায় চালু ও বরখাস্তকৃত ম্যানেজারকে স্বপদে পুনর্বহাল করা হোক।
এতে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফয়সাল আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে