AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুঠিয়ায় ডাম ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীদের সংবাদ সম্মেলন


Ekushey Sangbad
পুঠিয়া প্রতিনিধি, রাজশাহী
০৭:৩৩ পিএম, ৪ অক্টোবর, ২০২৫

পুঠিয়ায় ডাম ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মীদের সংবাদ সম্মেলন

রাজশাহীর পুঠিয়ায় ডাম ফাউন্ডেশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট (ডিএফইডি) এর ম্যানেজারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, সাময়িক বরখাস্ত তুলে তাকে স্বপদে পুনর্বহাল এবং এক নারী কর্মীর শ্লীলতাহানির ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মীরা।

শনিবার (৪ অক্টোবর) বিকেল ৫টায় পুঠিয়া ডিএফইডি ব্রাঞ্চ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজশাহী জোন-২ এর পুঠিয়া ব্রাঞ্চের এরিয়া ম্যানেজার মিনার হোসেন দীর্ঘদিন ধরে নারী কর্মীকে অনৈতিক সম্পর্কের চাপ ও প্রমোশনের প্রলোভন দেখিয়ে আসছিলেন।

এক নারী কর্মী জানান, একদিন অফিসে একা অবস্থায় তিনি ম্যানেজারের শ্লীলতাহানির শিকার হন। পরে তিনি সহকর্মী ও ব্রাঞ্চ ম্যানেজারকে বিষয়টি জানান। কিন্তু ঘটনাটি জানার পর ৪ সেপ্টেম্বর এরিয়া ম্যানেজার তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন এবং ৫ সেপ্টেম্বর ব্রাঞ্চ ম্যানেজারকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ফলে অফিস কার্যক্রম বন্ধ হয়ে গেছে, কর্মীরা বেতন-ভাতা থেকে বঞ্চিত এবং সদস্যরাও সমস্যার সম্মুখীন হয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কর্মীরা দাবি জানান, অভিযুক্ত এরিয়া ম্যানেজারের রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায়বিচার হয় না, দ্রুত সুষ্ঠু তদন্ত, অফিস পুনরায় চালু ও বরখাস্তকৃত ম্যানেজারকে স্বপদে পুনর্বহাল করা হোক।

এতে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ ম্যানেজার আশরাফুল ইসলাম, ফিল্ড অফিসার নাহিদা আক্তার, ফয়সাল আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তা। এছাড়া সংবাদ সম্মেলনে স্থানীয় ও জাতীয় সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!