গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংস ঘটনায় জড়িত কারও প্রতি কোনো ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
এ সময় গোপালগঞ্জের এ ধরনের সহিংসতার ব্যাপারে গোয়েন্দা সংস্থার পূর্বতথ্য ছিল কি না— এমন প্রশ্নে তিনি বলেন, “গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য আমাদের হাতে ছিল না।”
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে এনসিপির নেতাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “কে কী বলবে, সেটা তাদের নিজস্ব বিষয়। অনেকেই অনেক কথা বলেন। যার যেটা বক্তব্য, সে সেটা দিতেই পারে।”
ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হবে, জানতে চাইলে তিনি বলেন, “আমরা আগেও নির্দেশনা দিয়েছি। ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে। বর্তমানে গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”
অপরাধীদের গ্রেপ্তার সংক্রান্ত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অন্যায় কাজে যাঁরা জড়িত, তাঁদের সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”
একুশে সংবাদ/ঢ.প/এ.জে