জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, কিছু মৌলিক বিষয়ের ওপর ঐকমত্য প্রতিষ্ঠার মাধ্যমে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদে উপনীত হওয়া জরুরি। প্রয়োজনে সর্বোচ্চ ৩১ জুলাই পর্যন্ত সময় নেওয়া হতে পারে।
রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংলাপে আলোচ্য সূচিতে রয়েছে জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
অধ্যাপক আলী রীয়াজ বলেন, জুলাই মাসের মধ্যেই কোনোভাবে একটি যৌক্তিক সমাধানে পৌঁছাতে চাই। এটি হবে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদদের প্রতি আমাদের ন্যূনতম দায়িত্ব পালনের প্রতিফলন।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, চলতি সপ্তাহের মধ্যেই আলোচনা দ্রুত অগ্রসর হবে। জনগণ সংলাপ পর্যবেক্ষণ করছে উল্লেখ করে তিনি বলেন, সবার প্রত্যাশা দ্রুত সমাধান ও একটি গ্রহণযোগ্য জাতীয় সনদ প্রণয়ন।
রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রশংসা করে আলী রীয়াজ বলেন, আপনারা ধারাবাহিকভাবে আলোচনায় অংশ নিয়ে প্রমাণ করছেন দেশের সংস্কার ও ভবিষ্যৎ রাজনৈতিক পথরেখা তৈরির বিষয়ে আন্তরিক।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য, যেকোনোভাবে ৩০ জুলাইয়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করা। বিলম্বিত হলে রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম, এমনকি নির্বাচনে আপনাদের অংশগ্রহণও বাধাগ্রস্ত হবে। তাই মৌলিক বিষয়ে দ্রুত ঐকমত্য জরুরি।
আলী রীয়াজ জানান, কিছু বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য হয়েছে, কিছুতে প্রায় একমত হওয়া গেছে। বিশেষ করে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণার মতো বিষয়গুলোতে এখন আমরা সমাধানের দ্বারপ্রান্তে।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে