AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

“রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্য প্রয়োজন” — আলী রীয়াজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৪ পিএম, ১০ জুলাই, ২০২৫

“রাষ্ট্র সংস্কারে মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্য প্রয়োজন” — আলী রীয়াজ

রাষ্ট্র সংস্কার নিয়ে কার্যকর অগ্রগতি অর্জনের জন্য মৌলিক প্রশ্নগুলোতে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১১তম অধিবেশনের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আজকের বৈঠকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণাসহ রাষ্ট্র কাঠামোর মূল কিছু বিষয়।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গত কিছুদিনের আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে। অনেক বিষয়ে আমরা সমঝোতায় পৌঁছেছি, কিছু ক্ষেত্রে প্রায় একমত হয়েছি।” তবে এই অগ্রগতি টেকসই করতে হলে মৌলিক বিষয়ে একটি সম্মিলিত দৃষ্টিভঙ্গি গড়ে তোলা জরুরি বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা এমন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামোর পক্ষে কথা বলছি, যেখানে ক্ষমতা কেন্দ্রীভূত না হয়ে ব্যালান্স থাকবে; বিচার বিভাগ থাকবে স্বাধীন; এবং নাগরিকদের অধিকার থাকবে সুরক্ষিত। যাতে ভবিষ্যতে দেশে আর কোনো একনায়কতান্ত্রিক শাসনের আশঙ্কা না থাকে।”

কমিশনের উদ্দেশ্য সম্পর্কে আলী রীয়াজ বলেন, “আমরা কারও প্রতিপক্ষ নই। বরং আপনাদের সঙ্গেই কাজ করছি। দ্রুততম সময়ে একটি জাতীয় সনদ প্রণয়ন আমাদের লক্ষ্য, যাতে জুলাই মাসের মধ্যেই মূল কাঠামো চূড়ান্ত করা যায়।”

তিনি আরও জানান, “সব বিষয়ের নিষ্পত্তি এখনো হয়নি, তবে চলমান সংলাপে যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তাতে আগামী সপ্তাহে বহু বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।”

সভাপতির বক্তব্যে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, “আপনারা যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, সেটি অব্যাহত থাকলে আমরা একসঙ্গে একটি ঐক্যমতের পথে এগোতে পারবো।”

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন ও আইয়ুব মিয়া।

 

একুশে সংবাদ/জা.নি/এ.জে

Link copied!