ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের বিদ্যমান অবকাঠামো ও সুবিধা যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, দুই দেশের মধ্যে সহযোগিতার বিস্তৃত সম্ভাবনা রয়েছে, যা পারস্পরিক স্বার্থে কাজে লাগানো যেতে পারে।
রাষ্ট্রদূত কার্মা হামু দর্জি ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। তিনি বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভুটানকে চিকিৎসা শিক্ষা ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সহযোগিতা করে আসছে, যা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভুটানের আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “আমরা চাই বাংলাদেশে ভুটানের অংশগ্রহণ আরও গভীর হোক।”
প্রধান উপদেষ্টা বলেন, দু’দেশের জনগণের বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সফর বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা (সার্ক) চেতনা শক্তিশালী করতে এবং এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান এবং তার দায়িত্বকালীন সময়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
একুশে সংবাদ/স.ট/এ.জে