AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৪ এএম, ২ জুলাই, ২০২৫

বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

ঢাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বৃহস্পতিবার (৩ জুলাই) দীর্ঘ ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা দক্ষিণের ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে এই সাময়িক বিড়ম্বনা সৃষ্টি হতে যাচ্ছে।

বুধবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা ও আশপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়: টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রীজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টীল, শাহরিয়ার স্টীল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকা।

এই সময়সীমায় এসব অঞ্চলের আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় তিতাস গ্যাস।

এছাড়া আশপাশের কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার অনুরোধ জানিয়েছে।

 

একুশে সংবাদ/ঢ.প/এ.জে

Link copied!