AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালভার্ট ভেঙে তিন ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে বড় বিপত্তি


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৩:১৮ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

কালভার্ট ভেঙে তিন ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে বড় বিপত্তি

বৃষ্টির পানির স্রোতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের নলবনা খালের ওপর নির্মিত একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে উপজেলার শ্যামপুর, বিনোদপুর ও শাহাবাজপুর—এই তিন ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে মারাত্মক বিপত্তি দেখা দিয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) ভোরে কালভার্টটি ভেঙে পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, যাতায়াতের সুবিধার্থে ২০১৫-১৬ অর্থবছরে শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে ৩২ লাখ ৫৩ হাজার ৬৩০ টাকা ব্যয়ে লছমনপুর কালভার্টটি নির্মাণ করা হয়।

স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন,“বৃষ্টির পানির প্রচণ্ড স্রোতের কারণে কালভার্টটি ভেঙে গেছে। ফলে এলাকার মানুষ যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন। দ্রুত পুনর্নির্মাণের দাবি জানাচ্ছি।”

বিনোদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কলিজ উদ্দিন বলেন,“নলবনা খালটি দিয়ে বৃষ্টির পানি পাগলা নদীতে নামে। এই কালভার্টটি ভেঙে যাওয়ায় তিন ইউনিয়নের মানুষ যাতায়াত করতে পারছে না। দ্রুত মেরামত না হলে জনদুর্ভোগ আরও বাড়বে।”

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহার আলী জানান, “বিনোদপুর ইউনিয়নের লছমনপুর কালভার্টটি ভেঙে পড়েছে। আপাতত মাটি ফেলে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হবে। তবে পানির স্রোতের কারণে কালভার্টটিতে ফাটল দেখা দিয়েছে। বিষয়টি ইঞ্জিনিয়ারের মাধ্যমে পরীক্ষা করে নতুন করে কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!