AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিয়তির অন্ধকারে নেতৃত্বের সন্ধান: ‘ইডিপাস’ নিয়ে হাবিব মাসুদের ভাবনা


Ekushey Sangbad
বিনোদন প্রতিবেদক
০৩:২৪ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

নিয়তির অন্ধকারে নেতৃত্বের সন্ধান: ‘ইডিপাস’ নিয়ে হাবিব মাসুদের ভাবনা

প্রাচীন গ্রিক নাট্যকার সফোক্লিসের অমর সৃষ্টি ‘ইডিপাস’ আবারও মঞ্চে আসছে দৃশ্যকাব্য থিয়েটার–এর নতুন প্রযোজনায়। নাটকটির নির্দেশনা দিচ্ছেন হাবিব মাসুদ।

নিজের ভাবনা তুলে ধরে তিনি বলেন, “বোধকরি সময়ই আমাদের চালিত করে। ‘ইডিপাস’ মঞ্চে আনার ক্ষেত্রেও বর্তমান সময়টাই আমাকে ভাবিয়েছে।”

বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় গভীর এক নেতৃত্বহীনতার শূন্যতা অনুভব করেন তিনি।
হাবিব মাসুদ বলেন, “মনে হয়েছে, আমরা যেন অনন্ত রাত্রির অন্ধকারে নিমজ্জিত। বারবার প্রশ্ন জেগেছে— আমাদের কি কোনো নেতৃত্ব নেই? জাতি হিসেবে প্রতারিত হওয়াই কি আমাদের নিয়তি? এই নিয়তিকে কি আমরা কখনও অতিক্রম করতে পারব?”

নির্দেশকের কাছে ইডিপাস কেবল প্রাচীন থিবির রাজা ইডিপাসের গল্প নয়; এটি নেতৃত্বহীনতা ও নিয়তির কাছে পরাজিত এক জনপদের রূপকচিত্র। তাঁর ভাষায়, “নিয়তিকে অতিক্রমের আর্তনাদ ইডিপাসকে মহান করে তোলে, কিন্তু শেষ পর্যন্ত সে সেই নিয়তিরই শিকার হয়। এই চিরন্তন মানব-দ্বন্দ্ব আজও আমাদের সমাজে গভীরভাবে প্রাসঙ্গিক।”

নাটকের নির্মাণে মূল পাঠে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। তবে চরিত্র বিন্যাস ও কোরাস ব্যবহারে এসেছে নতুন পরীক্ষণ। নির্দেশকের ব্যাখ্যায়— “ক্লাসিকের শক্তি সর্বকালের, সর্বমানবের। তাই মূল পাঠ অক্ষুণ্ণ রেখে চরিত্র ও কোরাসে নতুন ব্যাখ্যার প্রয়াস নিয়েছি। আশা করি, দৃশ্যকাব্যের ‘ইডিপাস’ দর্শককে প্রাচীন থিবির রাজপ্রাসাদে কিছুক্ষণের জন্য হলেও নিয়ে যাবে।”

সৈয়দ আলী আহসান অনূদিত এই নাটকে ইডিপাস চরিত্রে অভিনয় করছেন এইচ এম মোতালেব। আরও অভিনয় করছেন ঝুমু মজুমদার, আহাদ বিন মুর্তজা, নাইমুল ইসলাম সিয়াম, আশিকুল ইসলাম, উৎপল চন্দ্র বর্মনসহ অনেকে। আলো, সংগীত ও মঞ্চসজ্জায় থাকছে আধুনিক প্রযুক্তির প্রয়োগ।

নাটকটির প্রথম প্রদর্শনী হবে ৬ নভেম্বর সন্ধ্যা ৭টায়, এরপর ৭ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে।

মানব নিয়তি, নেতৃত্ব ও আত্মচেতনার প্রশ্নে নতুন আলোকপাত করবে দৃশ্যকাব্যের ‘ইডিপাস’— এমনটাই বিশ্বাস নির্দেশক হাবিব মাসুদের।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!