জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর এলাকার এক অসহায় বিধবার পাশে মানবিক উদ্যোগে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলা যুবদলের নেতারা ইয়াসমিন নামে ওই বিধবার বাড়ি পরিদর্শন করে ঘর নির্মাণের জন্য টিন, সিমেন্টসহ প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী প্রদান করেন।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমরা ওই অসহায় নারীর পাশে দাঁড়িয়েছি। মানুষের জন্য কিছু করতে পারলেই আমাদের রাজনৈতিক ও সামাজিক কার্যক্রম সফল হবে।”
এ সময় উপস্থিত ছিলেন—পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান, উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, কড়ইচড়া ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মিজান মোল্লাসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, যুবদল নেতাদের এই মানবিক উদ্যোগে হাসি ফুটেছে অসহায় ইয়াসমিনের মুখে। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

