রাজধানীর রামপুরায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি গ্রিড সাবস্টেশনে কারিগরি সমস্যার কারণে শনিবার রাত ১০টার পর থেকে ঢাকার একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, রামপুরার সাবস্টেশনের একটি যান্ত্রিক সমস্যার কারণে মূলত ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) আওতাভুক্ত এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। ডেসকোর আওতাধীন এলাকাগুলো এতে খুব একটা প্রভাবিত হয়নি।
বিদ্যুৎ বিচ্ছিন্ন এলাকার মধ্যে রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, মগবাজার, বনানী, গুলশান, মধুবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার ও হাতিরপুল অন্যতম। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে ৩০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। প্রয়োজনে বিকল্প উপায়ে বিদ্যুৎ সরবরাহ চালু করার উদ্যোগ নেওয়া হবে।
পিজিসিবির পক্ষ থেকে দেওয়া এক বার্তায় জানানো হয়েছে, রাত ৯টা ৫০ মিনিটে রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে আকস্মিক কারিগরি সমস্যার কারণে রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। দ্রুততম সময়ে পরিস্থিতি স্বাভাবিক করতে প্রকৌশলীরা জরুরি ভিত্তিতে কাজ করছেন।
একুশে সংবাদ/ঢ.প/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

