বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী, আগামী শনিবার, ৭ জুন ২০২৫ তারিখে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।
বুধবার (২৮ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
চাঁদ দেখা যাওয়ায় ৩০ মে (বৃহস্পতিবার) থেকে পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। এ হিসাবে ১০ জিলহজ, ঈদুল আজহার দিন পড়েছে ৭ জুন (শনিবার)।
এর আগে, সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া চাঁদ দেখার খবর যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ঈদুল আজহা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। এই দিনটি ত্যাগ ও কোরবানির শিক্ষা বহন করে। মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে থাকেন এবং গরিব-দুঃখীদের মাঝে তার অংশ বণ্টন করেন।
দেশব্যাপী এবারও নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার জামাত আয়োজন ও কোরবানির প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন ও ধর্ম মন্ত্রণালয়।
একুশে সংবাদ / আ.ট/এ.জে