চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অধ্যাপক ইউনূসের সফরে সঙ্গে রয়েছেন সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
জাপান সফরকালে বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক ও দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। সফর শেষে তিনি আগামী সপ্তাহের শুরুতে ঢাকায় ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রকাশিত এক ছবিতে দেখা যায়, বিমানবন্দরে তাকে বিদায় জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
একুশে সংবাদ / চ.ট/এ.জে