AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বোয়ালখালীতে মাদ্রাসার নাম পরিবর্তনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন



বোয়ালখালীতে মাদ্রাসার নাম পরিবর্তনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মাদ্রাসার নাম পরিবর্তনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসার নাম পরিবর্তনের পেছনে একটি চক্রান্তকারী মহল কাজ করছে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ৩১ জুলাই বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসার শিক্ষক প্রতিনিধি, পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে তারা জানান, ১৯৯৫ সালে বোয়ালখালী পৌরসভার অন্তর্গত চরখিদিরপুর পূর্ব কালুরঘাট আমতলা এলাকায় আল কবির মুহাম্মদিয়া ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই মাদ্রাসায় শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু রয়েছে এবং মোট শিক্ষার্থীর সংখ্যা ২১৪ জন।

তাদের অভিযোগ, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ হারুন ও সহ-সুপার মফিজুর রহমান ষড়যন্ত্রমূলকভাবে মাদ্রাসার নাম পরিবর্তন করে ‘এলাহী মোহাম্মদিয়া ইসলামিয়া এবতেদায়ি মাদ্রাসা’ করার চেষ্টা করছেন। পাশাপাশি, ২০১৭ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সহ-সুপার মফিজুর রহমান কোনো আয়-ব্যয়ের হিসাব প্রদান না করে উল্টো প্রতিষ্ঠানটির অস্তিত্ব ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

তারা আরও বলেন, মোহাম্মদ হারুন ও মফিজুর রহমানের এ ধরনের কর্মকাণ্ডের ফলে আল কবির মুহাম্মদিয়া ইবতেদায়ি মাদ্রাসার সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাদ্রাসার প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সচিব মোহাম্মদ সরোয়ার আলম। উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব আবদুর রহমান, এলাকাবাসীর প্রতিনিধি মুহাম্মদ জমির, আবুল কালাম, মোহাম্মদ রফিক, নুরুল আলম, মিজান কমিশনার, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ বেলাল, মুহাম্মদ মহিউদ্দিন প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/চ.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!