AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইতিবাচক সাড়া পেলে দ্রুত সুলতানগঞ্জ নৌবন্দর কার্যক্রম শুরু হবে: নৌ পরিবহন উপদেষ্টা


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০২:৩৯ পিএম, ১ আগস্ট, ২০২৫

ইতিবাচক সাড়া পেলে দ্রুত সুলতানগঞ্জ নৌবন্দর কার্যক্রম শুরু হবে: নৌ পরিবহন উপদেষ্টা

সুলতানগঞ্জ নদীবন্দরের কার্যক্রম দ্রুত শুরু করতে হলে অবকাঠামোগত উন্নয়ন ও বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয় জরুরি—এ মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়া হোসেন।

তিনি বলেন, “নদীবন্দরের কার্যক্রম শুরু করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুমোদন, অবকাঠামো উন্নয়ন এবং রাস্তাঘাটের সংযুক্তি প্রয়োজন। এই কার্যক্রমে সরকারের একাধিক সংস্থা জড়িত। তাই বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনা করে এগিয়ে নিতে হবে। আমি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছি।”

শুক্রবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রটোকল পরিদর্শন শেষে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, “যদি সংশ্লিষ্ট সব পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়, তাহলে অচিরেই এই নদীবন্দরের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”

এর আগে উপদেষ্টা ড. এম সাখাওয়া হোসেন সরেজমিনে সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অব কল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!