AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৬ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১০ পিএম, ২৫ মে, ২০২৫

দেশের অনিষ্ট হবে এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আশ্বস্ত করে বলেছেন, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, দেশের ক্ষতি হয়—এমন কোনো সিদ্ধান্ত বা পদক্ষেপ তার মাধ্যমে নেওয়া হবে না।

রোববার (২৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এ বক্তব্য দেন। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমি যতদিন দায়িত্বে আছি, দেশের অনিষ্ট হয়—এমন কোনো কাজ আমাকে দিয়ে হবে না, এটা আপনাদের নিশ্চিত করে বলতে চাই।” তিনি আরও বলেন, “আমরা এখন এক প্রকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর থেকেই দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। এ বিভাজন থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, জাতীয় ঐক্যের পথে হাঁটতে হবে।”

ড. ইউনূস বলেন, “আত্মমর্যাদাসম্পন্ন জাতি হিসেবে আমরা যতটুকু অগ্রসর হয়েছি, সেটাকে আরও সামনে নিতে হবে। সবাইকে এক টেবিলে বসাতে পেরে আমি সাহস পেয়েছি। এখন যদি আমরা সুষ্ঠু নির্বাচন করতে না পারি, তাহলে নিজেকেই অপরাধী মনে করব।”

তিনি আরও মন্তব্য করেন, “বর্তমান পরিস্থিতি আমাদের জন্য এক মহা সুযোগ। অভ্যুত্থানের পর ধ্বংসপ্রাপ্ত দেশকে টেনে তুলবার চ্যালেঞ্জ ও সম্ভাবনা এখন আমাদের সামনে। কেউ চায় না আমরা এগিয়ে যাই, তারা চায় গোলামির অতীতে ফিরিয়ে নিয়ে যেতে।”

বৈঠকে অংশগ্রহণকারী নেতারা প্রধান উপদেষ্টার বক্তব্যকে সময়োপযোগী বলে আখ্যায়িত করেন এবং দেশের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়ার পক্ষে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন।

 

একুশে সংবাদ/স.ট/এ.জে

Link copied!