AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ



মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনায় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ

“শিক্ষকই জাতির আলো”— এই মূলমন্ত্রকে ধারণ করে গোপালগঞ্জের মুকসুদপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, শিক্ষক মোঃ লুলু হোসেন মুন্সি, রনধীর কুমার বিশ্বাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, “একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদানেই সীমাবদ্ধ নন; তিনি শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মূল্যবোধ ও মানবিকতার বীজ বপন করেন। তাই শিক্ষকদের সম্মান জানানো মানে একটি আলোকিত সমাজের স্বপ্নকে সম্মান জানানো।”

আলোচনা শেষে শিক্ষকদের মাঝে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ বছর উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন—সরকারি এস জে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল,একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষ্ণ মন্ডল, এবং বাহাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক ইমারত হোসেন।

উৎসবমুখর পরিবেশে শেষ হয় মুকসুদপুরের বিশ্ব শিক্ষক দিবসের দিনব্যাপী এই আয়োজন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!