AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গুইমারায় ১৯ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা — ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০১:২৫ পিএম, ৫ অক্টোবর, ২০২৫

গুইমারায় ১৯ দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ীরা — ক্ষয়ক্ষতি প্রায় ২ কোটি টাকা

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া হাজী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (৫ অক্টোবর) রাত দুইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গুইমারা উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় রামগড় ও মাটিরাঙ্গা থেকে ইউনিট পৌঁছাতে দেরি হয়, ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ আগুনের লেলিহান শিখা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ব্যবসায়ীদের আজীবনের পরিশ্রম, স্বপ্ন ও সঞ্চয় ছাই হয়ে যায়। আগুনের ভয়াবহতায় তারা কোনো কিছুই রক্ষা করতে পারেননি।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে ছিল তেলের দোকান, মোটর গ্যারেজ, হোটেল, ফার্নিচার ও কনফেকশনারি দোকান। ব্যবসায়ীরা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন সিন্দুকছড়ি সেনা জোনের অধিনায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গুইমারা থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের কর্মকর্তারা। তারা হিল ভিডিপি ও ভিডিপি বাহিনীর তাৎক্ষণিক সাড়া ও সাহসী ভূমিকার প্রশংসা করেন।

পাহাড়ের বিরাজমান পরিস্থিতির মধ্যে গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!