AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী, শতভাগ ভিসা ইস্যু


Ekushey Sangbad
একুশে সংবাদ অনলাইন ডেস্ক
০৯:১০ এএম, ২৫ মে, ২০২৫

সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী, শতভাগ ভিসা ইস্যু

চলতি বছর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৯ হাজার ১০১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। রোববার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১৫৩টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছান।


হজ সম্পর্কিত দৈনিক বুলেটিনে জানানো হয়, এই ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৭৯টি, সৌদি এয়ারলাইন্স ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট।


হজ অফিস ও সিভিল এভিয়েশনের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৮৬ হাজার ৯২৭টি হজ ভিসা ইস্যু করা হয়েছে, যা শতভাগ কাভার করা হয়েছে।


সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৫৮৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৪ হাজার ৫১৮ জন হজযাত্রী। চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজে যাবেন মোট ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।


গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়। এ বছর হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত। ফিরতি হজ ফ্লাইট শুরু হবে ১০ জুন এবং শেষ হবে ১০ জুলাই।


এদিকে, হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১ জন নারী। এছাড়া সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৭৪ জন হজযাত্রী, যার মধ্যে বর্তমানে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ জন।


চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ৫ জুন সৌদি আরবে হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর বাংলাদেশ থেকে হজ কার্যক্রমে অংশ নিচ্ছে ৭০টি হজ এজেন্সি।

 

একুশে সংবাদ//ঢা.প//র.ন

Link copied!